শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলাম অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হচ্ছে।
তাঁর সহপাঠী আদনান শরীফ আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে জানান, রক্তক্ষরণের ফলে নাইমুলের সারা শরীর সাদা হয়ে গেছে। জুলাইয়ের চেয়ে নির্মম অবস্থা। জুলাইয়ে ইটপাটকেল খাইছিলাম কিন্তু এখন সরাসরি রমদা দিয়ে কুপানো হয়েছে। চট্টগ্রাম শহরে চিকিৎসা পসিবল না। দ্রুত ঢাকায় নিয়ে যেতে হচ্ছে। দোয়া কামনা করছি।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা খুবই গুরুতর। তাদের মধ্যে দুজনের মাথায় আঘাত, অন্যজনের ভাস্কুলার ইনজুরি রয়েছে। এছাড়া আহতদের বেশিরভাগের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে দারোয়ান কর্তৃক মারধরের ঘটনাকে কেন্দ্র শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন স্থানীয়রা।
হচ্ছে। স্থানীয়দের সঙ্গে চবির শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন তিনি। তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ওই একই ঘটনায় আরো ১৪৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে ৭৭ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে, ৪৩ জনকে বেসরকারি পার্কভিউ হাসপাতালে এবং ২৪ জনকে ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
Discussion about this post