শিক্ষার আলো ডেস্ক
রাঙ্গামাটিতে সৌরবিদ্যুৎচালিত মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনার জন্য যাবতীয় সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সরঞ্জাম বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হৃশীকেষ শীল, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সরিত কুমার চাকমা, জেলা পরিষদ সদস্য বৈশালী চাকমা, ইউএনডিপি জেন্ডার অ্যান্ড কমিউনিটি কোহেসন চিফ ঝুমা দেওয়ান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সারা বিশ্ব শিক্ষা ব্যবস্থায় মাল্টিমিডিয়া ক্লাস শুরু হয়েছে অনেক আগেই। তবে পিছিয়ে নেই আমরাও। পার্বত্য জেলা রাঙ্গামাটির দুর্গমতা ও বাস্তবতা বিবেচনা করে এখানে সোলার সিস্টেম মাল্টিমিডিয়া সামগ্রী দেয়া হলো।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপির যৌথ প্রকল্প ইআরআরডি আওতায় জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় পার্বত্য চট্টগ্রামের মেয়েশিশু ও নারীর ক্ষমতায়ন কর্যক্রমের অধীনে ১৪১ টি শিক্ষা প্রতিষ্ঠানে এ সিস্টেম বিতরণ করা হবে। প্রথম দিনে জেলার ১০ উপজেলার ৪০ শিক্ষা প্রতিষ্ঠারে শিক্ষকদের হাতে মাল্টিমিডিয়া ক্লাসরুম সিস্টেম তুলে দেয়া হয়। যেখানে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ প্রতিবন্ধী স্কুল ও অনাথ আশ্রমও রয়েছে।
Discussion about this post