শিক্ষার আলো ডেস্ক
২০২৫ সালের রসায়নে নোবেল পুরস্কার জাপানের সুসুমু কিতাগাওয়া, যুক্তরাজ্যে জন্ম নেওয়া রিচার্ড রবসন ও মার্কিন-জর্ডানীয় বিজ্ঞানী ওমর এম ইয়াগিকে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। তারা ধাতব-জৈব কাঠামো (মেটাল অরগানিক ফ্রেমওয়ার্ক) উদ্ভাবনের জন্য এ পুরস্কারে ভূষিত হয়েছেন বলে জানিয়েছে নোবেল কমিটি।
নোবেল জুরি বলেছে, ‘এই কাঠামোগুলো মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ, কার্বন ডাই-অক্সাইড শোষণ, বিষাক্ত গ্যাস সংরক্ষণ কিংবা রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত করতে ব্যবহার করা যেতে পারে।’
বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে মনে করছিলেন, ইয়াগি এই পুরস্কারের জন্য শীর্ষ প্রতিদ্বন্দ্বী হবেন এবং কিতাগাওয়ার নামও সম্ভাব্য তালিকায় ছিল।
এ বিষয়ে নোবেল কমিটির চেয়ারম্যান হাইনার লিংকে বলেন, ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কের সম্ভাবনা অপরিসীম। এটি এমন উপাদান তৈরির সুযোগ দিয়েছে যা আগে কল্পনাও করা যায়নি।’
গত বছর রসায়নে নোবেল পান মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকার ও জন জাম্পার এবং ব্রিটিশ ডেমিস হাসাবিস, প্রোটিনের গঠন কোড উন্মোচনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য।
আগামীকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রদান করা হবে সাহিত্যে নোবেল পুরস্কার এবং শুক্রবার (১০ অক্টোবর) শান্তিতে। এছাড়া সোমবার (১৩ অক্টোবর) অর্থনীতিতে নোবেল ঘোষণার মধ্য দিয়ে এবারের নোবেল মৌসুম শেষ হবে।
প্রসঙ্গত, প্রতিটি নোবেল পুরস্কারের সঙ্গে একটি স্বর্ণপদক, একটি সনদ ও ১২ লাখ ডলারের চেক দেওয়া হয় (যা একাধিক বিজয়ীর মধ্যে ভাগ হয়)। আগামী ১০ ডিসেম্বর (বুধবার) আলফ্রেড নোবেলের মৃত্যুদিবসে স্টকহোম ও অসলোতে আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে বিজয়ীরা তাদের পুরস্কার গ্রহণ করবেন ।
Discussion about this post