শিক্ষার আলো ডেস্ক
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় রাজধানীর নটরডেম কলেজ ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। এই কলেজে পাসের হার ৯৯.৬০ শতাংশ।আর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৫৪ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা অনেক কমেছে।
আরও পড়ুনঃএইচএসসি : কোন বোর্ডে জিপিএ-৫ কত ?
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।
নটরডেম কলেজে খোঁজ নিয়ে জানা যায়, এবছর প্রতিষ্ঠানটি থেকে ৩ হাজার ২৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ২২৬ জন।
সারাদেশের ফলাফল খারাপ হলেও প্রতিষ্ঠানটি তাদের ভালো ফলাফল ধরে রেখেছে৷ এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা খুশি৷
ফলাফল নিয়ে আমরা খুশি জানিয়ে নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও গণমাধ্যমকে বলেন, ‘আমাদের রেজাল্ট অন্যান্য বছরের মতো এবারও বেশ ভালো হয়েছে। এবার পাসের হার কম, এর প্রভাব কমবেশি সব কলেজেই পড়বে৷ আমাদের কলেজে খুব কম সংখ্যক শিক্ষার্থী ফেল করেছে৷ আমাদের কলেজের ৮ জন শিক্ষার্থী অসুস্থতাসহ বিভিন্ন কারণে পরীক্ষায় অনুপস্থিত ছিল।’
Discussion about this post