শিক্ষার আলো ডেস্ক
আজকের ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২১ শিক্ষার্থী আহত হয়েছেন। বিষয়টি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব তথ্য জানান।
পোস্টে তিনি বলেন, মুহসিন হলে ৬ জন, জিয়া হলে ৩ জন, বিজয় ৭১ হলে ২ জন, জহুরুল হক হলে ২ জন, এফআর হলে ২ জন, রোকেয়া, শামসুন্নাহার, মৈত্রী, সূর্যসেন, এফ এইচ, জসিমউদদীন হল ১জন করে আহত হয়েছেন। মোট ২১ জন আহত হয়েছেন।
এছাড়াও অনেকেই অল্প বিস্তর আহত হয়েছেন। অনেকে প্যানিক অ্যাটাকের শিকার হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজে তিনজন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে তিনজন ভর্তি আছেন। বাকিরা প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে বাসায় ফিরে গেছেন।
শেষে আব্দুল্লাহ আল মিনহাজ আহত শিক্ষার্থীসহ সকলের আরোগ্য কামনা করেন।
ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ জানান, এখন পর্যন্ত ২০ জন চিকিৎসাধীন। কোনো শিক্ষার্থী চিকিৎসা না নিয়ে থাকলে দ্রুত মেডিকেল সেন্টারে পৌঁছানোর অনুরোধ জানান তিনি।
ফরহাদ বলেন, ডাকসু টিম সকাল থেকেই মেডিকেলে সার্বিক তত্ত্বাবধানে রয়েছে এবং সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ সহযোগিতা করছেন।
ভূমিকম্পে মুহসীন হলের বিভিন্ন অংশে পলেস্তারা খসে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। হল সংসদের ভিপি সাদিক হোসেন বলেন, ২০১৪ সালে হলটিকে ‘অবাসযোগ্য’ ঘোষণা করা হলেও এক দশকেও কোনো সংস্কার হয়নি। ক্ষুব্ধ শিক্ষার্থীরা কর্মচারীদের আবাসিক ভবন ‘স্বাধীনতা টাওয়ার’-এ অবস্থান নিয়ে কয়েকটি কক্ষ দখল করে নেন। নিরাপদ আবাসন নিশ্চিত না হলে শিক্ষার্থীরা নিজেদের সিদ্ধান্তে নিরাপদ ভবনে উঠে যাবেন।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ সকাল ১০ টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এবং ঢাকার আগারগাঁও এর আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টার হতে ১৩ কিলোমিটার পূর্বে।
রাজধানী ঢাকাসহ ভয়াবহ এ ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া, দুই শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। ৬ জনের মধ্যে ঢাকায় তিনজন, নরসিংদীতে দুইজন ও নারায়ণগঞ্জে একজন নিহত হন।















Discussion about this post