অনলাইন ডেস্ক
গতকাল (১০ ডিসেম্বর) রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে দীর্ঘ ৩২ ঘণ্টার চেষ্টা ও শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযানের পর জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে ফায়ার সার্ভিসের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা হয় এবং পরে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
স্থানীয়রা জানান, শিশু সাজিদ বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া গ্রামের মাঠে মা রুনা খাতুনের সঙ্গে হাঁটার সময় গর্তে পড়ে যায়। গর্তটির ওপর খড় বিছানো ছিল, যা থেকে কেউ বুঝতে পারেনি যে নিচে ১০০ ফুট গভীর নলকূপ রয়েছে। শিশুটি “মা, মা” বলে ডাকতে থাকলে স্থানীয়রা প্রথমে উদ্ধার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, বেলা আড়াইটার দিকে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। প্রথমে স্থানীয়রা মাটি ফেলে চেষ্টা করায় কার্যক্রম জটিল হয়। ফায়ার সার্ভিসের অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, ৪৫ ফুট গভীরে খোঁড়া সত্ত্বেও শিশুটিকে পাওয়া যায়নি। এরপর রাতে ও পরদিন পুনরায় তৎপরতার ফলে শিশুটি জীবিত উদ্ধার করা সম্ভব হয়।















Discussion about this post