করোনার বিপর্য য়ের মধ্যেই চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার সব প্রস্তুতি শেষ করেছে শিক্ষা বোর্ডগুলো। ইতোমধ্যে পরীক্ষার প্রশ্ন তৈরি করা হয়েছে। কিছুদিন আগে প্রকাশিত সংক্ষিপ্ত সিলেবাস অনুসারেই প্রশ্ন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীদের ৬০ দিন ক্লাস করিয়ে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করবে শিক্ষাবোর্ডগুলো। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ঈদ উল ফিতরের পর ২৩ মে থেকে স্কুল-কলেজের ক্লাস শুরু হওয়ার কথা আছে।
পরীক্ষা প্রশ্ন কোন সিলেবাসের প্রেক্ষিতে করা হয়েছে জানতে চাইলে বোর্ড চেয়ারম্যান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, পরিমার্জিত সংক্ষিপ্ত সিলেবাস অনুসারেই প্রশ্ন তৈরি করা হয়েছে। আমাদের প্রস্তুতি শেষ। এখনো পর্যন্ত স্কুল খুললে ৬০ দিন ক্লাস করিয়ে পরীক্ষা নেয়ার পরিকল্পনা আছে।
জানা গেছে, ইতোমধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণ হয়ে গিয়েছে। তবে, কিছু শিক্ষার্থীর ফরম পূরণ বাকি আছে। করোনার ঊর্ধ্বমূখী সংক্রমন রোধে দেয়া লকডাউন পরিস্থিতি শেষ হলে আবারও শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দেয়া হবে।
যদিও এসএসসি পরীক্ষার্থীদের একাংশ অটোপাসের দাবি জানিয়েছে।














Discussion about this post