তপু রানী সাহা
ডাটা ব্যালেন্স না থাকলেও ফেইসবুকের ফটো ভার্সন দেখতে পারবেন রবি ও এয়ারটেলের গ্রাহকরা। পাশাপাশি ম্যাসেঞ্জার ব্যবহার করতে পারবেন তারা। মেটা ও রবির যৌথ উদ্যোগে এ সুবিধা চালু করা হয়েছে।
এতোদিন ডাটা ব্যালেন্স না থাকলে বাংলাদেশের ফেইসবুক ব্যবহারকারীরা শুধু টেক্সট ভার্সন দেখতে পারতেন। কোনো
ধরনের ছবি দেখা যেত না। নতুন এ সুবিধার মাধ্যমে রবি ও এয়ারটেলের গ্রাহকরা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেইসবুকের টেক্সট ভার্সনের পাশাপাশি ফটো ভার্সন অর্থাৎ ছবিও দেখতে পারবেন। এ ছাড়া ডাটা ব্যালেন্স না থাকলে
ভিডিওগুলোর স্টিল ফটো দেখা যাবে। ডাটা ব্যালেন্স যোগ হওয়ার সাথে সাথে ভিডিও স্ট্রিমিং করা যাবে।
গ্রাহকদের ডাটা ব্যালেন্স স্ট্যাটাস জানিয়ে একটি পপ-আপ মেসেজ দেখানো হবে। এর মাধ্যমে তারা সহজেই বিভিন্ন
ইন্টারনেট প্যাক কিনতে পারবেন এবং ফেইসবুক ব্রাউজ করতে পারবেন। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস
(এমএফএস), ব্যাংকের কার্ড বা অ্যাকাউন্ট ব্যবহার করে ইন্টারনেট প্যাক কিনতে বা লোন নিতে পারবেন গ্রাহকরা।
আরো পড়ুন-গ্রামীণফোনের লিমিটলেস ইন্টারনেট প্যাকে ১০% ছাড়
রবি এবং মেটার এই উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফেইসবুক ব্যবহারের
নতুন এ সুবিধায় রবি ও এয়ারটেল গ্রাহকরা নানাভাবে উপকৃত হবেন। এতে ডাটা ব্যালেন্স না থাকলেও ফেইসবুক ব্যবহার করে সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জরুরি তথ্য পাবেন তারা। দেশে ডিজিটাল সাক্ষরতার হার বাড়াতে এটি সাহায্য বাড়াতে ও আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Discussion about this post