মারুফ রানা
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ দেশের বাজারে উন্মোচন করবে জনপ্রিয় অনার এক্স সিরিজের নতুন ডিভাইস ‘অনার এক্স৬সি।’ দুর্দান্ত এআই অভিজ্ঞতা ও নির্ভরযোগ্য পারফরমেন্সের মাধ্যমে মিড-রেঞ্জ স্মার্টফোনের জগতে নতুন এক মানদণ্ড তৈরি করতে যাচ্ছে তাদের এ নতুন সংযোজন।
অনার এক্স৬সি -তে রয়েছে এআই এর জন্য নির্দিষ্ট বাটন। এই এআই বাটনের সাহায্যে ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন
কাজ সম্পন্ন করতে পারবেন, সেই সাথে থাকছে থাকবে বিভিন্ন বস্তু শনাক্তকরণ, অনুবাদ ও ঝটপট সার্চ দেয়াসহ বিভিন্ন ফিচার ব্যবহারের সুযোগ।
এছাড়াও, স্মার্টফোনটিতে থাকা এআই ইরেজার ছবি তোলার সময় পেছনের পথচারী বা অনাকাঙ্ক্ষিতভাবে কেউ যদি ফ্রেমে ঢুকে যায় তাহলে সেটি বুদ্ধিমত্তার সাথে মুছে ফেলবে। অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক এই ডিভাইসটিতে রয়েছে ম্যাজিকওএস, এতে করে ব্যবহারকারী নিজের মত করে বিভিন্ন অ্যাপ্লিকেশন ও ফিচার ব্যবহার করতে পারেন।
ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা, যা আলোর ভিন্নতা ও তারতম্য সত্ত্বেও স্পষ্ট ও উজ্জ্বল ছবি তুলতে পারে। আর তাই যারা ছবি তুলতে ভালোবাসেন, তারা নির্দ্বিধায় কিনে ফেলতে পারেন এই ফোনটি।
আরো পড়ুন-উন্নত গেমিং অভিজ্ঞতা দিতে বাজারে আসছে ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ
দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিতে ফোনটিতে রয়েছে ৫৩০০ মিলিঅ্যাম্পিয়ার হাওয়ার ব্যাটারি। পাশাপাশি, প্রতিদিনের ফোনের
ব্যবহারকে আরও সুরক্ষিত করবে এর এসজিএস প্রিমিয়াম সার্টিফিকেশন। স্মার্টফোনটি এসজিএস প্রিমিয়াম সার্টিফায়েড হওয়ার কারণে দুর্ঘটনাবশত ডিভাইসটি হাত থেকে পড়ে গেলেও ভাঙা বা নষ্ট হওয়ার সম্ভাবনা কম। এছাড়া, এর আইপি-সিক্সফোর রেটিং দিবে পানি ও ধুলোবালি থেকে সুরক্ষা।
সবমিলিয়ে দারুণ এআই অভিজ্ঞতা, স্থায়িত্ব ও শক্তিশালী ব্যাটারির সমন্বয়ে তৈরি করা হয়েছে এ স্মার্টফোনটি ফোনটি। একইসাথে, স্টাইল ও নান্দনিকতায় কোন আপোষ না করেই নতুন স্মার্টফোন স্বাচ্ছন্দ্যে ফোনটি ব্যবহার করতে পারবেন।
Discussion about this post