প্রযুক্তি ডেস্ক
সাম্প্রতিক সময়ের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ কলের অভিজ্ঞতা এবার আরও সহজ, সংগঠিত ও প্রাণবন্ত হয়ে উঠছে। নতুন কিছু ইন্টারঅ্যাকশন ফিচার এসেছে, যা কলের সময় আলাপচারিতাকে আরও মসৃণ করে তুলবে।
নতুন যা যা এসেছে-
হ্যান্ড রেইজ অপশন: কল চলাকালীন কেউ কথা বলতে চাইলে ‘হাত তোলার’ মাধ্যমে তা জানাতে পারবেন। এতে সবাই নিজেদের মতামত গুছিয়ে প্রকাশ করতে পারবেন।
রিঅ্যাকশন ইমোজি: কথা বলার পাশাপাশি ইমোজির মাধ্যমে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানানো যাবে, যা কথোপকথনকে আরও প্রাণবন্ত করে তুলবে।
আরও পড়ুন-চাকরি খুঁজতে গুগলের নতুন এআই টুল ‘ক্যারিয়ার ড্রিমার’
রিয়েল-টাইম অ্যালার্ট: কেউ যদি কল লিংক শেয়ার করেন, তাহলে তিনি দেখতে পাবেন কে কখন সেই লিংকে ক্লিক করে কল-এ যোগ দিচ্ছেন।
আর এবার এসেছে সবচেয়ে কাজের ফিচার—গ্রুপ কল শিডিউল করার সুবিধা
এখন থেকে হোয়াটসঅ্যাপে আপনি চাইলে আগে থেকেই গ্রুপ কলের দিন ও সময় নির্ধারণ করে রাখতে পারবেন।
এর জন্য কলস ট্যাবের ‘+’ বোতামে ক্লিক করে দিন ও সময় বেছে নিতে হবে। শিডিউল করা কল একটি আলাদা সেকশনে দেখা যাবে, যেখানে অংশগ্রহণকারীরা সেটি ক্যালেন্ডারে সংরক্ষণ করতে পারবেন।
কল শুরুর আগে সবাইকে স্বয়ংক্রিয়ভাবে রিমাইন্ডার নোটিফিকেশন পাঠানো হবে।
কেন এটা গুরুত্বপূর্ণ?
বন্ধুদের আড্ডা হোক বা অফিসের মিটিং—সবক্ষেত্রেই এই নতুন ফিচারগুলো হোয়াটসঅ্যাপ কলকে আরও সংগঠিত ও কার্যকর করে তুলবে। আর আগের মতোই, সব কল থাকবে end-to-end encryption-এ নিরাপদ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Discussion about this post