- বিড়াল বর্গের মধ্যে বাঘ হলো সবচেয়ে বড় আকৃতির ।
 - বাঘ লম্বায় প্রায় ৩.৩ মিটার (১১ ফিট) এবং ওজন প্রায় ৩০০ কিলোগ্রাম (৬৬০ পাউন্ড) হতে পারে ।
 - বাঘের উপপ্রজাতি গুলো হলো: সুমাত্রা বাঘ, সাইবেরিয়ান বাঘ, সুন্দরবনের বাঘ বা বেঙ্গল বাঘ, দক্ষিণ চীনা বাঘ, মালয় বাঘ, এবং ইন্দোচীন বাঘ ।
 - বাঘের উপপ্রাজাতির বেশির ভাগই বিপন্ন অবস্থায় আছে অথবা বিলুপ্ত হয়ে গেছে । সরাসরি বাঘ শিকার এবং বাঘের আবাসস্থল ধ্বংসের ফলেই মূলত এ অবস্থা হয়েছে ।
 - প্রায় অর্ধেক পরিমাণ বাঘের বাচ্চা দুই বছরের অধিক সময় বেঁচে থাকে না ।
 - দুই বছর বয়সে বাচ্চারা মা থেকে আলাদা হয়ে যায় ।
 - এক একটি বাঘের দল “অতর্কিতে আক্রমণকারী” (ambush) বা “অত্যন্ত দ্রুত” (streak) বলে পরিচিত ।
 - বাঘ খুব ভাল সাঁতারু এবং একনাগারে প্রায় ৬ মাইল সাঁতার কেটে অতিক্রম করতে পারে ।
 - দুর্লভ সাদা বাঘ এমন একটি জিন* (gene) বহন করে যা প্রায় প্রতি ১০০০০ টি বাঘের মধ্যে মাত্র একটিতে পাওয়া যায় ।
 - বাঘেরা সাধারণত রাতে একা একা শিকার করে ।
 - বাঘ ঘন্টায় প্রায় ৬৫ কি.মি. (৪০ মাইল) দ্রুত গতিতে ছুটতে পারে ।
 - ১০% শতাংশেরও কম সময় বাঘ সাফল্যজনক ভাবে শিকার ধরতে পারে ।
 - বাঘ এক লাফে প্রায় ৫ মিটার (১৫ ফিট) দূরত্ব অতিক্রম করতে পারে ।
 - বাঘের বিভিন্ন উপজাতি বিভিন্ন দেশের জাতীয় পশু। যেমন, বাংলাদেশ, ভারত, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং মালয়েশিয়া ।
 - জঙ্গলের চেয়ে ব্যক্তিগত পোষা প্রানী হিসেবে আটক বাঘের সংখ্যাই বেশি ।
 - বাঘ ও সিংহের সম্মিলিত প্রজননের ফলে যে সঙ্কর জন্ম হয় তাদের বলা হয় টিগনস (tigons) এবং লিগারস (ligers) ।
 
	    	
		    















Discussion about this post