বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
ফেসবুক সম্প্রতি নিজেদের প্রতিষ্ঠানের নাম বদলেছে । এবার এলো আরও একটি নতুন খবর। হোয়াটসঅ্যাপের আদলে এখন থেকে ফেসবুক মেসেঞ্জারে ভয়েস ও ভিডিও কলও হবে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপটেড’। একই সঙ্গে মেসেঞ্জারে গ্রুপ চ্যাট, গ্রুপ অডিও বা ভিডিও কলের ক্ষেত্রে এই সার্ভিস চালু হচ্ছে।
সোমবার (৮ নভেম্বর) ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ নিজে তার ফেসবুক পেজের ওয়ালে এ ঘোষণা দিয়েছেন।
তিনি জানান, মেটা সব সার্ভিসের ক্ষেত্রেই এই এনক্রিপশন নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
প্রায়শই এমন অভিযোগ শোনা যায় যে, ফেসবুক মেসেঞ্জারে কথোপকথনে আড়িপাতা হচ্ছে। তৃতীয় কোনও পক্ষের হাতে চলে যাচ্ছে ব্যক্তিগত আলাপ। এমনকি চ্যাটিংয়ে কোনও বিষয় নিয়ে আলাপ করলে সেই সংক্রান্ত বিজ্ঞাপনও চলে আসে কিছুক্ষণের মধ্যে। তবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন হলো একটি নিরাপত্তা ব্যবস্থা, যার মাধ্যমে ব্যবহারকারীদের কথোপকথন তৃতীয় কেউ শুনতে বা দেখতে পায় না। হোয়াটসঅ্যাপের চ্যাটে এই নিরাপত্তা ব্যবস্থা চালু করে বার্তাটি নিরাপদ আছে কিনা তাও দেখতে পারেন ব্যবহারকারীরা।
Discussion about this post