শিক্ষার আলো ডেস্ক
সাম্প্রতিক সময়ে উচ্চশিক্ষার জন্য ইউরোপ, আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ার পাশাপাশি এখন জাপান ও চীনের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিও শিক্ষার্থীদের আগ্রহ বেড়ে চলেছে। এর কারণ হলো এসব দেশে উচ্চশিক্ষার জন্য নানা ধরনের সুযোগ তৈরি হচ্ছে। আর এমনই একটি দারুণ সুযোগ দিচ্ছে চীনের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ সিংহুয়া বিশ্ববিদ্যালয় (Tsinghua University)।
এই বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য শোয়ার্জম্যান স্কলারস স্কলারশিপের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে এক বছরমেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে (Master’s Program) পড়াশোনার সুযোগ দিচ্ছে। বেইজিংয়ে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা পাবেন টিউশন ফি, বিমানে আসা-যাওয়ার খরচ, বই কেনার অর্থসহ আরও বেশ কিছু সুবিধা। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা-
* স্নাতক ডিগ্রি থাকতে হবে
* ১৮ থেকে ২৯ বছরের মধ্যে হতে হবে প্রার্থীর বয়স
* নেতৃত্বের গুণাবলি থাকতে হবে।
আরও পড়ুন-সৌদিতে ফুল ফান্ড স্কলারশিপে ৭০০ আবেদন আহ্বান
বৃত্তির সুযোগ-সুবিধা-
শোয়ার্জম্যান স্কলার হওয়ার জন্য নির্বাচিত আবেদনকারীরা নানা সুবিধা পাবেন। এগুলো হলো-
- টিউশন ফি
- বিমানে যাতায়াতের খরচ
- থাকা-খাওয়া ও আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য মাসিক উপবৃত্তি
- বই কিনতে ভাতা
- স্বাস্থ্য বিমা
- ভ্রমণ ভাতা
- ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষার স্কোর আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে (টোয়েফেল আইবিটি স্কোর ১০০; আইইএলটিএসে সর্বনিম্ন স্কোর ৭; কেমব্রিজ ইংলিশ অ্যাডভান্স (সি১) বা কেমব্রিজ ইংলিশ প্রফিশিয়েন্সি (সি২) ন্যূনতম স্কোর ১৮৫ থাকতে হবে);
আবেদন যেভাবে-
অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা। আবেদনের পদ্ধতিসহ যেকোনো বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ:
আগামী ১০ সেপ্টেম্বর ২০২৫।
Discussion about this post