শিক্ষার আলো ডেস্ক
চলতি বছর ৫৫০ জন বাংলাদেশি শিক্ষার্থী ভারতে উচ্চশিক্ষার জন্য ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তির জন্য মনোনীত হয়েছেন।
গত মঙ্গলবার (২৯ জুলাই) তাদের বিদায় জানাতে সংবর্ধনার আয়োজন করে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।
বিদায় অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এ বৃত্তি শিক্ষার্থীদের শুধু ব্যক্তিগত পেশাগত উন্নয়নই নয়, ভারত-বাংলাদেশ বন্ধুত্বকে আরও দৃঢ় করার ক্ষেত্রেও ভূমিকা রাখবে।ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, এটি গড়ে উঠেছে আমাদের অভিন্ন ইতিহাস, সংস্কৃতি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে যৌথ ত্যাগের ভিত্তিতে। এ বৃত্তি কর্মসূচির মাধ্যমে সেই বন্ধন আরও সুদৃঢ় হবে।
আরও পড়ুন-কমনওয়েলথ ফেলোশিপে আবেদন আহ্বান,মাসে ৩,৪৫০০০ টাকাসহ নানা সুবিধা
ভারতীয় হাইকমিশন সূত্র জানায়, আইসিসিআর বৃত্তি ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি, যার আওতায় মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ পান।
Discussion about this post