শিক্ষার আলো ডেস্ক
২০২৫–২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে মরক্কো সরকারের স্কলারশিপের জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় এর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মরক্কোর দূতাবাসের নোট ভারবালের ভিত্তিতে এ তালিকা চূড়ান্ত করা হয়েছে। স্নাতক পর্যায়ে ১০ জন, স্নাতকোত্তর পর্যায়ে ৪ জন এবং পিএইচডি পর্যায়ে ১ জনকে মনোনীত করা হয়েছে। এছাড়া বিকল্প হিসেবে স্নাতক পর্যায়ে ৫ জন ও স্নাতকোত্তর পর্যায়ে ২ জনের নাম রয়েছে।
স্নাতক পর্যায় (Undergraduate Program) মূল প্রার্থী ১০ জন হলেন- মো. রাকিবুল ইসলাম (কুমিল্লা),মো. নাসের উদ্দিন (কুমিল্লা),তাসমিমুল ইসলাম সাওম (কক্সবাজার),মো. আবদুল হাসিব মাহবুব (সিলেট),মুহাম্মদ মুনাসিব আল মুস্তাফি (ঢাকা),শেখ আদনান মোস্তফা (ঢাকা),মো. নিয়ামতুল্লাহ (নড়াইল),মো. কাওসার আলম (কুমিল্লা),তামজিদ হোসাইন জয় (মাদারীপুর),মো. ইরাহাদ বিন আনসারী (পঞ্চগড়)।
আরও পড়ুন-এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহজালাল ইসলামী ব্যাংক, আবেদন আহবান
স্নাতকোত্তর পর্যায় (Master’s Program) মূল প্রার্থী ৪ জন হলেন- মো. সুধীপ্ত কবির (রংপুর),হাসিবুল হাসান (ঢাকা),মুস্তাফিজুর রহমান (ফরিদগঞ্জ),মোহাম্মদ সাকিব বিন সেলিম (চট্টগ্রাম)।
পিএইচডি পর্যায় (PhD Program) মূল প্রার্থী হলেন- (১ জন) মো. আতিকুর রহমান (ঢাকা)।
বিকল্প প্রার্থী হিসেবে স্নাতক পর্যায়ে আরো পাঁচ জন ও স্নাতকোত্তর পর্যায়ে দুই জন সুযোগ পেয়েছেন।
Discussion about this post