শিক্ষার আলো ডেস্ক
ইতালির মিলান ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। এ স্কলারশিপের কেতাবি নাম ‘ডিএসইউ স্কলারশিপ’। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
পড়াশোনার ক্ষেত্র জেনে নিন-
কৃষি ও খাদ্যবিজ্ঞান অনুষদ, মানবিক অনুষদ (ভাষা, ইতিহাস, সাহিত্য, দর্শন ইত্যাদি), আইন অনুষদ, চিকিৎসা অনুষদ, ফার্মেসি অনুষদ, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ (রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত, কম্পিউটার বিজ্ঞান), শরীরচর্চা ও ক্রীড়াবিজ্ঞান অনুষদ, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদ এবং ভাষামাধ্যম ও আন্তসাংস্কৃতিক যোগাযোগ অনুষদ।
বৃত্তির সুযোগ-সুবিধাসমূহ-
*নির্বাচিত শিক্ষার্থীকে প্রতি মাসে ৬০০ ইউরো (প্রায় ৮৪,৭৫৬ টাকা) ভাতা দেওয়া হবে;
*প্রতি মাসে ১০০ ইউরো (প্রায় ১৪,১২৬ টাকা) ভ্রমণ ভাতা দেওয়া হবে;
*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে;
*বিশ্ববিদ্যালয়ের আবাসনের বিনা মূল্যে বা ভর্তুকিযুক্ত সুযোগ থাকবে;
আবেদন যোগ্যতা
*প্রার্থীদের ব্যাংক হিসাব প্রদর্শন করতে হবে ও যথাযথ নথিপত্র সরবরাহ করতে হবে;
*স্নাতকে আবেদনের জন্য উচ্চমাধ্যমিকের সনদ, স্নাতকোত্তরে আবেদনের জন্য স্নাতকের সনদ ও পিএইচডির জন্য স্নাতকোত্তরের সনদ থাকতে হবে;
*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;
*বিশ্ববিদ্যালয়ের ভাষাগত প্রয়োজনীয়তা (ইতালীয় বা ইংরেজি) পূরণ করতে হবে;
প্রয়োজনীয় কাগজপত্র
*আবেদনকারীর পাসপোর্ট ও ছবি;
*জীবনবৃত্তান্ত (সিভি);
*অনলাইন আবেদনপত্র;
*মিলান বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি বা তালিকাভুক্তির চিঠি;
*আয় বা আর্থিক বিবরণীর প্রমাণপত্র;
*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;
*রেফারেন্স লেটার দুইটি;
*আইইএলটিএস স্কোর;
*স্টেটমেন্ট অব পারপাস;
*অন্যান্য পেপারস (যদি থাকে);
আবেদন পদ্ধতি-
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ইং।
Discussion about this post