শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়া ইনস্টিটিউট (এসএআই)।“ বাংলাদেশ চেয়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রফেসরিয়াল ফেলোশিপ” এর আওতায় নির্বাচিতদের এই ফেলোশিপ প্রদান করা হবে। আগ্রহী ব্যক্তিরা উইন্টার সেমিস্টার, ২০২৩ (অক্টোবর ২০২৩ থেকে মার্চ ২০২৪) সময়ে এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৮ ই জুলাই ।
ফেলোশিপের সুযোগ–সুবিধাসমূহ:
* প্রতি মাসে ৩,৫০০ ইউরো ( বাংলাদেশী টাকায় প্রায় ৪ লক্ষ টাকা) প্রদান করবে ।
* আবাসন (বার্লিনে ) সুবিধা প্রদান করবে।
* স্বাস্থ্যবিমা প্রদান করবে।
* ভিসা ও বিজনেস ক্লাসের বিমান টিকিট (স্বামী/স্ত্রী) প্রদান করবে।
* হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় অফিস সুবিধা ও লাইব্রেরি সহায়তা প্রদান করবে।
যোগ্যতাসমূহ:
* বাংলাদেশের নাগরিক হতে হবে।
* একটি বিষয়ে পিএইচডি বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
* পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা বাংলাদেশের স্বীকৃত পাবলিক রিসার্চ ইনস্টিটিউটের গবেষক হতে হবে।
ফেলোশিপ পেলে করণীয়:
* হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম অনুযায়ী পাঠদান। প্রতি সপ্তাহে দুই ঘণ্টার একটি ক্লাস করাতে হবে।
* হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের সঙ্গে পরামর্শ করে নতুন শিক্ষণ উদ্যোগ উন্নয়নে সাহায্য করা।
* গবেষণা প্রকল্প ও অন্যান্য যৌথ কার্যক্রম উন্নয়নে সহযোগিতা।
* বিভাগীয় সেমিনার, সম্মেলন ও অনুষদ সভায় অংশ নিতে হবে।
* ‘বাংলাদেশ লেকচার’ নামে দুটি পাবলিক বক্তৃতা প্রদান করতে হবে।
আবেদনের সাথে যে সকল নথিপত্র সংযুক্ত করতে হবে
* প্রাসঙ্গিক অভিজ্ঞতার কাগজপত্র।
* ফেলোশিপে আগ্রহের কারণ।
*বাংলাদেশ ও সাউথ এশিয়া ইনস্টিটিউটের গবেষণা এবং শিক্ষা বিকাশে কিছু ধারণার পরামর্শের কাগজপত্র সংযুক্ত
করতে হবে।
* প্রকাশনার তালিকাসহ পূর্ণ জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে।
* প্রকাশনার মূল্যায়ন বা যাচাইকারী দুইজনের নাম ও যোগাযোগের পূর্ণ ঠিকানা দিতে হবে।
আবেদন পদ্ধতি :
আবেদনের সাথে সমস্ত নথিপত্র সংযুক্ত করে একটি পিডিএফ ফাইল তৈরি করে নিতে হবে। পিডিএফকৃত ফাইল নিম্নোক্ত ঠিকানায় ই–মেইলের মাধ্যমে পাঠাতে হবে।
এক্সিকিউটিভ সেক্রেটারি, সাউথ এশিয়া ইনস্টিটিউট, হাইডেলবার্গ ইউনিভার্সিটি বরাবর (ড. মার্টিন গিসলম্যান: gieselmann@sai.uni-heidelberg.de) ই–মেইলে পাঠাতে হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন- http://www.ugc.gov.bd/sites/default/files/files/ugc.portal.gov.bd/notices/e34c1c87_a3fc_4b63_b330_d967c57385f7/2023-07-03-05-32-1671de80b0ac525dd05818f1cf80194b.pdf














Discussion about this post