বিনোদন ডেস্ক
আবু রায়হান জুয়েলের পরিচালনায় ড. মুহাম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্র। এই খবর হয়তো ইতোমধ্যে সবাই জেনে গেছেন। কিন্তু এখনও যা জানেননি তা হলো, এই চলচ্চিত্রের জন্য একটি গানও লিখেছেন স্বয়ং জাফর ইকবাল। ‘আয় আয় সব তাড়াতাড়ি, সাবান-পানি ঢেলে গড়াগড়ি’ শিরোনামের গানটির সঙ্গীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে চলচ্চিত্রটির নির্মাতা সংস্থা।
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনির সাথে এই চলচ্চিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদকেও।
এছাড়াও অন্যান্য চরিত্রে শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু ও কচি খন্দকারের মতো স্বখ্যাত অভিনেতাদের সাথে ১৮ জন শিশুশিল্পীও অভিনয় করবেন।
২০১৮-১৯ অর্থ বছরের সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমাটি। প্রথমে চলচ্চিত্রটির নাম ছিল ‘নসু ডাকাত কুপোকাত’ রাখার পরিকল্পনা থাকলেও, পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।
চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন।
Discussion about this post