শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার রচিত সত্য ঘটনা অবলম্বনে নির্মাণাধীন চলচ্চিত্র ‘যুদ্ধ জীবন’ এর পরিচালক রিফাত মোস্তফা ও নায়ক ফেরদৌস আহমেদ গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সেলিনা আক্তার, চবি সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আলী, চবি ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর আবু মুহাম্মদ আতিকুর রহমান, চবি প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার, সহকারী প্রক্টর জনাব মোহাম্মদ নাজেমুল আলম ও উক্ত চলচ্চিত্রের কলাকুশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ চলচ্চিত্রটির চিত্রধারণ চট্টগ্রাম সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্পটে করা হচ্ছে। সৌজন্য সাক্ষাতের পূর্বে চলচ্চিত্রের পরিচালক রিফাত মোস্তফা ও নায়ক ফেরদৌস আহমেদ চবি উপাচার্যকে সাথে নিয়ে চবি বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, একজন বীর মুক্তিযোদ্ধা আর্মি মেজরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পটভূমি নিয়ে নির্মাণাধীন চলচ্চিত্র ‘যুদ্ধ জীবন’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০২০-২০২১ অর্থবছরে অনুদান লাভ করে।
Discussion about this post