নিজস্ব প্রতিবেদক
২০২০-২১ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এবার প্রতি আসনের জন্য লড়বেন ৩১ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা আগামী ৪ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ৬ অক্টোবর। এবার তিন ইউনিটে বিশেষ কোটা বাদে চার হাজার ১৭৩টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে মোট এক লাখ ২৭ হাজার ৬৪৬টি।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে ৪৩ হাজার ৫৫৮ জন, ‘বি’ ইউনিটে ৩৯ হাজার ৮৯৫ জন এবং ‘সি’ ইউনিটে ৪৪ হাজার ১৯৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর জানায়, আগামী ৪ অক্টোবর ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন শিফটে নেওয়া হবে এই ইউনিটের পরীক্ষা। প্রথম শিফটের পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে শেষ হবে সাড়ে ১০টায়। দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হবে ১টায়। তৃতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টায় শুরু হয়ে শেষ হবে ৪টায়।
একইভাবে দ্বিতীয় ও তৃতীয় দিন ‘এ’ এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা তিনটি শিফটে অনুষ্ঠিত হবে।
Discussion about this post