নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি শাটল ট্রেন মুখোমুখি সংঘর্ষের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে ষোলশহর রেল স্টেশনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ের পরিবহন বিভাগ থেকে জানা গেছে, বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রামের বটতলী স্টেশনে একটি শাটল ট্রেনটি আসছিল। অপরদিকে বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিল অপর একটি শাটল ট্রেন। দুই নম্বর গেটে দাঁড়িয়ে থাকা ট্রেনটি সিগন্যাল অমান্য করে ষোলোশহর স্টেশনের দিকে চলে আসে। অন্যদিকে বটতলীগামী ট্রেনটি ষোলোশহর স্টেশনের দিকে যাচ্ছিল। ভাগ্যক্রমে ট্রেনটি স্টেশন পার হয়নি। সিগন্যাল অমান্য করা ট্রেনটিকে আসতে দেখে তার আগেই স্টেশনে থাকা অপর ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। ট্রেনটি যদি স্টেশন পার হতো তাহলে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হতো।
এই ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার প্রকৌশলী আবুল কালাম চৌধুরী জানান, ষোলশহর স্টেশনের কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি শাটল ট্রেন প্রায় মুখোমুখি হয়েছিল। এতে সংঘর্ষের ঘটনা ঘটতে পারতো। কার দোষে এমন হলো তা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শাটল ট্রেনে সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থাকে। কার অবহেলায় এমন ঘটনা ঘটলো তা গুরুত্বের সাথে নিয়ে উপরের লেভেলের কর্মকর্তাদের দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ওয়াহিদুর রহমানসহ তিনজনের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
Discussion about this post