শিক্ষার আলো ডেস্ক
সেপ্টেম্বর মাসে প্রকাশিত যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি (টিএইচই)’ কর্তৃক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৪ এ প্রথমবারের মতো স্থান পায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। আর তারই ধারাবাহিকতায় এবার বিষয়ভিত্তিক র্যাঙ্কিংয়েও জায়গা পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জনা যায়।
জানা গেছে, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, বিজনেস অ্যান্ড ইকোনমিকস, ক্লিনিক্যাল অ্যান্ড হেলথ, কম্পিউটার সায়েন্স, শিক্ষা, ইঞ্জিনিয়ারিং, আইন, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং সামাজিক বিজ্ঞান মোট ১০ বিষয়ে তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তালিকায় স্থান পেয়েছে রাবির চারটি বিষয়।
বিষয়ভিত্তিক র্যাংকিংয়ে রাবির বিষয় চারটি হলো- ইঞ্জিনিয়ারিং, লাইফ সায়েন্সেস, কম্পিউটার সায়েন্সেস এবং ফিজিক্যাল সায়েন্সেস। গত মাসে একই প্রতিষ্ঠানের প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ১ হাজার ৯০৪ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০০১ থেকে ১২০০ এর মধ্যে স্থান পায়। এ নিয়ে প্রথমবারের মতো ইউনিভার্সিটি এবং বিষয়ভিত্তিক দুটি র্যাঙ্কিংয়ে স্থান পেল বিশ্ববিদ্যালয়টি।
প্রসঙ্গত, বিষয়ভিত্তিক র্যাংকিং করার সময় প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ের সর্বমোট ১৩টি সুনির্দিষ্ট ইনডিকেটরের সঙ্গে ঐ সুনির্দিষ্ট বিষয়গুলোর বিগত পাঁচ বছরের প্রকাশিত নির্দিষ্ট মানসম্পন্ন প্রবন্ধের ন্যূনতম সংখ্যা (বিষয় ভেদে ১০০ হতে ৫০০) বিবেচনা করে থাকে।
Discussion about this post