বিগত সালের বিসিএস প্রিলির প্রশ্নের আলোকে–
১। অ্যালটিমিটার – উচ্চতা
পরিমাপক যন্ত্র (৩৩তম
বিসিএস)
২। উদ্ভিদের বৃদ্ধি
নির্ণায়ক যন্ত্র-ক্রেসকোগ্রাফ (৩২তম বিসিএস)
৩। সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম-
ক্রনোমিটার। (৩১তম বিসিএস)
৪। সমুদ্রের গভীরতা
মাপার যন্ত্রের নাম-
ফ্যাদোমিটার।
৫। শব্দের তীব্রতা
নির্ণায়ক যন্ত্র- অডিওমিটার। (২৬তম বিসিএস)
৬। উড়োজাহাজের গতি
নির্ণায়ক যন্ত্র- ট্যাকোমিটার । (২৩তম
বিসিএস)
৭। মানবদেহের রক্তচাপ
নির্ণায়ক যন্ত্র- স্ফিগমোম্যানোমিটার। (২৩তম
বিসিএস)
৮। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র- সিসমোগ্রাফ। (২২তম
বিসিএস)
৯। নোবেল পুরষ্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল
ধনী হয়েছিলেন- উন্নত
ধরণের বিস্ফোরক আবিষ্কার করে। (১৮তম বিসিএস)
১০।সমুদ্রের গভীরতা
নির্ণয় করা হয়-
প্রতিধ্বনির সাহায্যে।(১৪তম
বিসিএস)
পিএসসি ও অন্যান্য পরীক্ষায় আসা বিগত সালের প্রশ্নের আলোকে–
১১। তরল পদার্থের ঘনত্ব মাপার যন্ত্র-হাইড্রোমিটার।
১২। বিদ্যুৎ প্রবাহ
মাপার যন্ত্রের নাম
– অ্যামিটার।
১৩। মোটর গাড়ির
গতি নির্ণায়ক যন্ত্রের নাম- ওডোমিটার।
১৪। বাতাসের আর্দ্রতা নির্নায়ক যন্ত্র- হাইগ্রোমিটার।
২৫। বায়ুচাপ মাপার
যন্ত্র- ব্যারোমিটার।
২৬। সূক্ষ্ম সময়
মাপার যন্ত্র- ক্রোনোমিটার।
বিভিন্ন যন্ত্রের আবিষ্কারক
বিগত
সালের
বিসিএস
প্রিলির
প্রশ্নের
আলোকে–
১। পারমাণবিক বোমার
আবিষ্কারক- ওপেনহাইমার।(১৩তম
বিসিএস)
২।বৈদ্যুতিক বাল্ব
আবিষ্কার করেন- টমাস
এডিসন
৩। রেল ইঞ্জিনের আবিষ্কারক- স্টিফেনসন।
৪। ফনোগ্রাম আবিষ্কার করেন- এডিসন।
৫। বেতার যন্ত্রের আবিষ্কারক- মার্কনী।
৬। গ্যাসের চাপ
নির্ধারক যন্ত্র- ম্যানোমিটার।
Discussion about this post